Nur-Majid Ayurvedic College

NUR MAJID AYURVEDIC COLLEGE



(Pioneer of Ayurvedic Medical Education & Research in Bangladesh)

করোনার এ সংকট মুহূর্তে মসলাসহ গরম পানি গার্গল করার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


2020-06-12 11:06:45

করোনার এ সংকট মুহূর্তে মসলাসহ গরম পানি গার্গল করার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে- ‘যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তারা তরল জাতীয় খাবার বেশি করে খাবেন। তাদের জন্য সুফল বয়ে আনবে। এছাড়া খাবারের তালিকায় সব সময় হালকা গরম পানি রাখবেন এবং মসলাসহ গার্গল করবেন। এ গার্গল করে অনেক করোনা রোগী উপকার পেয়েছেন।’ সোমবার (০১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।