Nur-Majid Ayurvedic College

NUR MAJID AYURVEDIC COLLEGE



(Pioneer of Ayurvedic Medical Education & Research in Bangladesh)

নয়নতারার ঔষধিগুন


2020-07-11 14:20:12

নয়নতারা ভেষজ গুণে অনন্য। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিউকোমিয়া, রক্তপ্রদর, মধুমেহ ইত্যাদি রোগে এ গাছের মূল, ফুল, পাতা ও শিকড় কাজে লাগে। ডায়াবেটিসে গাছের মূল দুই গ্রাম ও তেলাকুচা থেঁতো করে পরিমাণমতো জলে সেদ্ধ করে ১৫ থেকে ৩০ দিন সেবন করলে উপকার পাওয়া যায়। লিউকোমিয়া, কৃমির উপদ্রব, মধুমেহ ও উচ্চ রক্তচাপে মূলসহ নয়নতারার কস্ফাথ নিয়ম অনুযায়ী খেলে সুফল পাওয়া যায়। তা ছাড়া মেধাহ্রাসেও এ গাছের কস্ফাথ অত্যন্ত কার্যকর। নয়নতারা (ঠরহপধ ৎড়ংবধ) আমাদের অতি পরিচিত একটি ফুল। কারণ, পরিকল্পিত বাগান ছাড়াও ফুলটি ছড়িয়ে আছে প্রায় সারাদেশে। কিন্তু জন্মস্থান সুদূর ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে কবে, কখন আমাদের দেশে এসেছে, তা এখন আর জানা যায় না। গাছটি আমাদের প্রকৃতির সঙ্গে এমনভাবে মিশে আছে যে এখন আর বিদেশি বলেও মনে হয় না। বর্তমানে সুন্দরবনের আশপাশসহ দেশের প্রায় অনেক জায়গাতেই এই গাছ প্রাকৃতিকভাবে জন্মে। ছোট আকারের গাছ, এমনকি গুল্মশ্রেণি থেকেও খাটো। মাত্র ৬০ থেকে ৮০ সেন্টিমিটার উঁচু হতে পারে। পাতা মসৃণ ও আয়তাকার, পাঁচ থেকে সাত সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। প্রস্ফুটনকাল প্রায় বর্ষব্যাপ্ত হলেও বর্ষায় সবচেয়ে বেশি ফুল ফোটে। গন্ধহীন এই ফুলের রঙ সাদা ও গোলাপি। তিন থেকে সাড়ে তিন মিটার চওড়া, দলনল সরু এবং আড়াই সেন্টিমিটার লম্বা। পাঁচ পাপড়ির মাঝখানে একটি গাঢ় রঙের ফোঁটা থাকে। বংশবৃদ্ধি বীজের মাধ্যমেই। বীজ অনেক প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই নিজেকে টিকিয়ে রাখতে পারে। গাছটি আগাগোড়াই ঔষধিগুনেভরা।